ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জ পৌর নির্বাচনে আ’লীগ প্রার্থী ফয়সাল বিপ্লব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
মুন্সীগঞ্জ পৌর নির্বাচনে আ’লীগ প্রার্থী ফয়সাল বিপ্লব ফয়সাল আহমেদ বিপ্লব

মুন্সীগঞ্জ: আসন্ন পৌর নির্বাচনে মুন্সীগঞ্জ পৌরসভায় জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য ফয়সাল আহমেদ বিপ্লবকে দলীয় মেয়র প্রার্থী নির্বাচিত করেছে জেলা আওয়ামী লীগ নেতৃত্বধীন মনোনয়ন বোর্ড।

শনিবার  (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে আইনজীবী সমিতি ভবনে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান আনুষ্ঠানিক ভাবে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন।



পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন বোর্ডের কাছে প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র জমা নেওয়া ও যাচাই বাছাই কার্যক্রম শেষে এ ঘোষণা দেওয়া হয়।

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান বলেন, ২৭ নভেম্বর পৌর নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণের লক্ষ্যে ৭ সদস্যের মনোনয়ন বোর্ডের মাধ্যমে যাচাই বাছাই করে নাম পাঠানোর নির্দেশনামূলক চিঠি হাতে পায় জেলা আওয়ামী লীগ।

এ নির্দেশনা পেয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ভবনে জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফসারউদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক সামছুল কবির, শহর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়ার উপস্থিতিতে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা নেওয়া ও পরে যাচাই বাছাই করে প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।