ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ তিন যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ তিন যুবক গ্রেফতার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জে ঢাকাগামী একটি নৈশকোচে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিন যুবককে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।



রোববার (২৯ নভেম্বর) দিনগত রাতে শিবগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় নৈশকোচটিও জব্দ করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর গ্রামের কামাল হোসেনের ছেলে রুবেল হোসেন (২২), কুষ্টিয়ার আ. রউফের ছেলে শামিম (২৭) ও চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর গ্রামের খলিলের ছেলে জনি (২৮)। শেষ দু’জন আর পি রিয়াজ পরিবহনের সুপারভাইজার।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মঈনুল ইসলাম বাংলানিউজকে জানান, আর পি রিয়াজ পরিবহনের ঢাকাগামী একটি নৈশকোচে বিশেষ কায়দায় সিটের নিচে গুলি ও অস্ত্রগুলো লুকিয়ে রেখেছিল গ্রেফতারকৃতরা। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে অভিযান চালিয়ে প্রথমে রুবেলকে প্রথমে আটক করা হয়। রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে কোচের সুপারভাইজার জনি ও শামিমকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে রাতেই অস্ত্র আইনে একটি মামলা করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫/আপডেট: ০০২৭ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।