ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন-২০১৫

সিলেটে মেয়র পদে ৯ জনসহ ১১৯ জনের মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
সিলেটে মেয়র পদে ৯ জনসহ ১১৯ জনের মনোনয়নপত্র সংগ্রহ

সিলেট: ৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এরইমধ্যে রোববার (২৯ নভেম্বর) পর্যন্ত সিলেটের তিন পৌরসভায় মেয়র পদে নয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সেই সঙ্গে সাধারণ কাউন্সিলর পদে ৯৮ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ২২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

২৪ নভেম্বর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনার পর ২৫ নভেম্বর থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেন নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদের প্রার্থীরা।

সিলেট জেলা নির্বাচনী কর্মকর্তা আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আগামী ৩ ডিসেম্বর মনোনয়পত্র জমা দেওয়ার শেষ দিন ধার্য্য রয়েছে।

গোলাপগঞ্জ: রোববার পর্যন্ত এ পৌরসভায় মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৪১ এবং সংরক্ষিত আসনে নয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন সহকারি রিটার্নিং অফিসার সাইদুর রহমান।

কানাইঘাট: এ পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী লুৎফুর রহমান মনোনয়ন সংগ্রহ করেছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩০ এবং সংরক্ষিত আসনে পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন উপজেলা সহকারি রিটার্নিং অফিসার কামাল আহমদ।

জকিগঞ্জ: এ পৌরসভায় মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৪১ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ০৪৫৩ ঘন্টা, নভেম্বর ৩০, ২০১৫
এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।