ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে অগ্নিকাণ্ডে তিন বাড়ি পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আদিতমারীতে অগ্নিকাণ্ডে তিন বাড়ি পুড়ে ছাই

লালমনিরহাট: জেলার আদিতমারী উপজেলার তিস্তার চরাঞ্চলে অগ্নিকাণ্ডে তিনটি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের রজবপাড়া গ্রামের ভূমিহীন দিনমজুর আবু মিয়ার (৬০) বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী জানান, আগুন মুহূর্তেই পাশে আবু মিয়ার ভাই আব্দুর রহমান ও আজিজ মিয়ার বাড়িতেও ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

গোয়াল ঘরের কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন সবাই।

আদিতমারী থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) শাহিন আকতার বাংলানিউজককে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ সদস্যকে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫৫২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।