ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাট আইনজীবী সমিতির নির্বাচন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
বাগেরহাট আইনজীবী সমিতির নির্বাচন শুরু

বাগেরহাট: বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন শুরু হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।



সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে  বিকেল ৪টা পর্যন্ত।

বাগেরহাট আদালত প্রাঙ্গণের জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে সমিতির ৩৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বার্ষিক নির্বাচনের সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট অনুপ কুমার দেবনাথ বাংলানিউজকে বলেন, নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ নামে দু’টি প্যানেল নির্বাচনি প্রতিযোগিতায় মাঠে নেমেছে। সমন্বয় পরিষদে আছে অ্যাড. ড. এ.কে. আজাদ ফিরোজ টিপু ও অ্যাড. হাওলাদার অজিয়ার রহমান পিকলুর নেতৃত্বে টিপু-পিকলু পরিষদ এবং ঐক্য পরিষদে অ্যাড. এ. কে. এম. আব্দুল হাই ও অ্যাড. মো. জালাল উদ্দিন মল্লিকের নেতৃত্বে হাই-জালাল পরিষদ।

নির্বাচনে ১৫টি পদের জন্য দু’টি প্যানেলে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ শেষে সম্ভাব্য দ্রুততম সময়ে ফলাফল ঘোষণা করা হবে।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অপর প্রার্থীরা হলেন, জেষ্ঠ্য সহ-সভাপতি পদে মো. লুৎফর রহমান, কনিষ্ঠ সহ-সভাপতি পদে সলিমুলাহ শেখ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. এনামুল হোসেন, সহকারী সম্পাদক (অর্থ ও হিসাব নিরীক্ষন) পদে ফকির মো. নওরেশুজ্জামান লালন, সহকারী সম্পাদক (গ্রন্থ ও আসবাবপত্র) বিশ্বজিৎ কুমার মণ্ডল, সহকারী সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) খান মোহাম্মদ আলী বাদশা, সহকারী সম্পাদক (ধর্ম বিষায়ক) বালী নাছের ইকবাল।

এছাড়া নির্বাহী সদস্য পদে আছেন যথাক্রমে বিপব কুমার অধিকারী, হিটলার গোলদার, মো. জান্নাতুল বাকী, সুব্রত কিশোর হালদার, বিথীকা রাণী পাল ও কানু গাইন।

আইনজীবী ঐক্য পরিষদের অপর প্রার্থীরা হলেন, জেষ্ঠ্য সহ-সভাপতি পদে মো. নওয়াব হোসেন, কনিষ্ঠ সহ-সভাপতি পদে কে.এম মনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ মুক্তা, সহকারী সম্পাদক (অর্থ ও হিসাব নিরীক্ষন) শেখ আমজাদ আলী, সহকারী সম্পাদক (গ্রন্থ ও আসবাবপত্র) মোশারেফ হোসেন খাঁন, সহকারী সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) এস.এম. মাহাবুব মোর্শেদ লালন, সহকারী সম্পাদক (ধর্ম বিষায়ক) শেখ হাদি আহছান, তিন জন নির্বাহী সদস্য যথাক্রমে শেখ মোশারেফ হোসেন, আফরোজা খাতুন ও আনোয়ারা পারভীন।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।