ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বিবিআইএন সেমিনারে বাংলানিউজের প্রশংসা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
বিবিআইএন সেমিনারে বাংলানিউজের প্রশংসা ছবি: দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মোটর র‌্যালি সাড়ে তিন হাজারের বেশি পথ পাড়ি দিয়ে এখন ঢাকায়। র‌্যালিতে প্রথম থেকে রয়েছে বাংলানিউজ।

প্রতি মুহূর্তে র‌্যালির বিস্তারিত গতিবিধি জানিয়ে নিউজপোর্টালটি বিবিআইএন ঢাকার সেমিনারে প্রশংসা কুড়িয়েছে। প্রশংসিত হয়েছেন বাংলানিউজের প্রতিনিধিত্বকারী সিনিয়র করেসপন্ডেন্ট মাজেদুল নয়ন।

সোমবার (৩০ নভেম্বর) সকাল থেকে সোনারগাঁও হোটেলে ‘বিবিআইএন ফ্রেন্ডশিপ মোটর র‌্যালি ২০১৫’ উপলক্ষে সেমিনার শুরু হয়। ‘এনহ্যান্সিং রিজিওনাল কানেকটিভিটি: স্ট্যাটাস অব ইনফ্রাস্ট্রাকচার ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারটির আয়োজক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

এতে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি নয়নকে কাছে ডেকে বাংলানিউজে প্রতিমুহূর্তের আপডেট জানানোর প্রশংসা করেন। মন্ত্রী বলেন, আমরা সব দেয়াল ভেঙে সেতু গড়বো। খুব ভালো কাজ করেছো।  

মন্ত্রণালয়ের যুগ্মসচিব আব্দুল মালেক চা-পানের সময় মন্ত্রীকে বলেন, বাংলানিউজ এ র‌্যালিতে যত রিপোর্ট প্রকাশ করেছে, সেগুলো দিয়ে একটি বই প্রকাশ করা যায়।

mazedul_nayan_1র‌্যালিতে বাংলাদেশের ছয় সদস্য দলের প্রতিনিধিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব নিরোধ চন্দ্র মন্ডল। তিনি বক্তব্যে বাংলানিউজের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলানিউজটোয়েন্টিফোর.কমকে ধন্যবাদ, তাদের একজন প্রতিনিধি, মাজেদুল হককে সঙ্গে দেওয়ার জন্য। বাংলানিউজ সবসময় আমাদের র‌্যালিকে উজ্জীবিত রেখেছে, জীবন্ত রেখেছে। প্রতিদিন চার থেকে ছয়বার রিপোর্ট আপডেট করেছে। যার ফলে বাংলাদেশ পার্ট সবসময় জানতে পেরেছে আমরা কোথায় আছি, কি করছি।

এসময় সেমিনারে চার দেশের প্রতিনিধি, ন্যাশনাল ল্যান্ড ট্রান্সপোর্ট ফ্যাসিলিটেশন কমিটির সদস্য, এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি) প্রতিনিধি, বিভিন্ন দপ্তর, সংস্থার প্রতিনিধিরা বক্তব্য শুনছিলেন।

সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-পরিচালক (নিরাপত্তা) মোহাম্মদ মাকছুদুর রহমান সেলিম বলেন, নয়নের লেখনীতে র‌্যালির গতিপথ, রাস্তার অবস্থা, আবহাওয়া- সবই জানলেন পাঠকরা। নয়নের সঙ্গে যেন পাঠকরাও ছিলেন এ র‌্যালিতে। মন্ত্রণালয়ে এসেই মন্ত্রীসহ সবাইকে বলেছি বাংলানিউজের কথা।

তিনি বলেন, পোর্টালটি সঙ্গে না থাকলে আমাদের আপটুডেট নিউজ জানতে পারতো না পাঠকরা। লেখার জন্য নয়ন হোটেলে ফেরার অপেক্ষা করেননি। প্রতি মুহূর্ত উপভোগের পাশাপাশি মোবাইল ফোনেই ঘণ্টায় ঘণ্টায় নিউজ পাঠিয়ে দিয়েছেন।
BBIN_03
মাকছুদুর সেলিম বলেন, আমাদের স্বজনরা বাংলানিউজের মাধ্যমেই আমাদের অবস্থান ও অবস্থা জানতে পেরেছে। কোথায় কখন আছি, কী খাচ্ছি, পাহাড়ের ভাঁজে, নাকি ভুটানের বরফে- সবই পরিবারের সদস্যরা সময়মতো জেনেছেন ও নিশ্চিন্ত থেকেছেন।

এ কর্মকর্তা আরও বলেন, বাংলানিউজকে যে প্রত্যাশায় আমরা সফরে নিয়েছি, সেটি অনেক বেশি পূরণ হয়েছে। মানুষকে আমরা সবকিছু স্বচ্ছভাবে জানাতে পেরেছি।

ভুটান দলের প্রতিনিধি সোমান তগবে বলেন, বাংলানিউজ সবসময় র‌্যালির সব খবর করেছে। আমাদের যোগাযোগ মন্ত্রীর যে সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে, সেটি খুবই তাৎপর্যপূর্ণ ছিল।

তিনি এ ধরনের দ্রুত প্রকাশ করা নিউজের প্রশংসা করেন।

অভিজ্ঞ আর্ন্তজাতিক রাইডার ও সড়ক বিশেষজ্ঞ এজি উমামেষ তার বক্তব্যে বলেন, এ র‌্যালিতে বাংলানিউজ সবসময় সব অবস্থানের খবর জানিয়েছে। আমি আর্শ্চযান্বিত হয়েছি, এতো দ্রুত এবং এতো বেশি রিপোর্ট দেখে।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এসকেএস/এএ

** ‘বিআইবিএন ভিসা চালুর উদ্যোগ নিতে হবে’
** মৈত্রী মোটর র‌্যালি এখন ঢাকায়
** ফ্ল্যাগ অফ করলেন মেয়র, ‘জয় বাংলা’ স্লোগান সবার কণ্ঠে
** ওই তো বাংলাদেশ...
** ৪৫০০ কিমি পাড়ি দিচ্ছেন ৩ নারী
** দুঃসহ ভ্রমণ শেষে ঐতিহাসিক আগরতলায় র‌্যালি
** ও আমার দেশের মাটি...
** শিলচর হকি দলে এখন ৫৫ নারী
** পথের শেষ কোথায়...
** মেঘালয়ের নারীর পোশাক জাইনসেম
** শামুক-ঝিনুকে গড়া স্বপ্নকথন
** ১৬ ঘণ্টায় শিলচর
** বাংলাদেশকে প্রয়োজন, বললেন মেঘালয়ের মূখ্যমন্ত্রী
** চোখ জুড়ানো শিলংয়ে বড়া নদীর পাড়ে
** ব্রহ্মপুত্রের পাড় ধরে এবারে যাত্রা শিলচরে
** অবশেষে সমতলে, ব্রহ্মপুত্রের পাড়ে
** পাপীকে গ্রাস করা মেবার টিশো হ্রদ
** পুরে ওয়ারমং বাজারে
** যে দেশে সুখটাই প্রধান
** আবারও ভারতের উদ্দেশে যাত্রা
** ভুটানে শেষ রাত, মনগারে র‌্যালি
** ১৩শ ফুট ওপরে বরফ মাড়িয়ে ছুটে চলা
** বিদায় ‘ভ্যালি অব বিউটিফুল গার্লস’
** ভুনতাংয়ের ঠাণ্ডায় তুগবোর উত্তাপ
** ইয়াকের দেখা মিললো উরা উপত্যকায়
** মাইনাস ৮ ডিগ্রি তাপমাত্রার ভুমতাংয়ে
** অস্ত্রহীন পুলিশ, সিগন্যাল ছাড়া ট্রাফিক
** পান চাবানোর দেশে স্মোক ইজ ক্রাইম!
** থিম্পুতে ফ্ল্যাগ অফ করলেন ধুনজেল
** থিম্পুতে বুদ্ধের দীর্ঘ বসা মূর্তি
** অাঞ্চলিক সম্পর্ক মজবুত করবে বিবিঅাইএন এমভিএ
** যান চলাচল শুরু মানেই বাণিজ্য সম্প্রসারণ
** ড্রাগনের শহরে
** চুজুম নদীর স্রোতে
** সুখের শহরে যাত্রা
** হিমালয় রাজ্যের সকাল
** ওয়েলকাম টু ভুটান
** মেঘে ভাসা কালিম্পং হয়ে গোরবাথানাত
** মায়াবতী সিকিমের উপত্যকা জীবন
** বাই বাই সিকিম....
** শুধু র‌্যালি নয়, বন্ধুত্বের বিনিময়
** আর যদি কখনো যাও আমার কালিম্পং...
** রাইডারস আর ওয়ে টু গ্যাংটক
** দীর্ঘতম পথ পাড়ি দিয়ে শিলিগুড়িতে রাইডাররা
** হাওটায় সূর্যস্নান
** নেতা হতে আসতে হবে গান্ধী ময়দান
** ছট পূজার মধ্যে গঙ্গা পেরোলো র‌্যালি
** র‌্যালি পৌঁছালো পাটনা
** বিহারের পথে ধাবায় চা
** দ্রৌপদী মুরমু’র অাশীর্বাদ নিয়ে রাঁচি ছাড়লো র‌্যালি
** ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)
** ৫৩৪ কিমি পাড়ি দিয়ে র‌্যালি এখন রাঁচিতে
** মহারাজার পথে পথে সংবর্ধনা
** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র‌্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র‌্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র‌্যালি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।