ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে অটোরিকশা তৈরির গ্যারেজে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
গাজীপুরে অটোরিকশা তৈরির গ্যারেজে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের তারগাছ এলাকায় একটি অটোরিকশা তৈরির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে পৌনে ১২টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে আল-মদিনা অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।



জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান জানান, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়।

তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে তিনি জানান।
 
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।