ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‘নাশকতার পরিকল্পনায় জেএমবি সদস্যরা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
‘নাশকতার পরিকল্পনায় জেএমবি সদস্যরা’ যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম

ঢাকা: আটককৃত চার জঙ্গি সদস্যরা রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড ও সরকার পতনের ষড়যন্ত্রমূলক কাজে ব্যস্ত ছিলো বলে জানিয়েছেন গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

তাদের দেওয়ার তথ্যের ভিত্তিতে সোমবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।



তিনি বলেন, তারা দেশের বিভিন্ন স্থানে নাশকতার করার উদ্দেশে অর্থ ও কর্মী সংগ্রহ করে আসছিলো। এছাড়াও তারা নানা ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে হত্যার পরিকিল্পনা করছিলো।

জেএমবি সদস্যদের সঙ্গে যোগাযোগ ও জেএমবির কার্যক্রম বৃদ্ধি এবং বিস্ফোরক ও বিদেশি মুদ্রা জব্দ করার ঘটনায় তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় ২টি ও খিলগাঁও থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

রোববার (২৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে রাজধানীর বিমানবন্দর ও খিলগাঁও থানা এলাকা থেকে জেএমবি সন্দেহে ৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলেন- ইদ্রিস শেখ, মুকুল শরীফ, মো. সালাম, মো. মোস্তফা জামান।

এ সময় তাদের কাছ থেকে ২৬টি জেহাদী বই, ৩টি পাসপোর্ট, ৫টি মোবাইল সেট, ৪ হাজার পাকিস্তানি রুপি, ১৫শ ভারতীয় রুপি, ১৩শ বাহরাইন ডলার ও জর্দানের ১৬শ ডলার জব্দ করা হয়।  

তাদের জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে পাঠিয়ে রিমাণ্ডের জন্য আবেদন করা হবে। রিমাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে ও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এসজেএ/বিএস

** বিদেশি গোয়েন্দাদের সঙ্গে জেএমবির যোগাযোগ
** রাজধানীতে জেএমবি সন্দেহে আটক ৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।