ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সীমান্ত সম্মেলনে বিজিবি প্রতিনিধি দল ভারতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
সীমান্ত সম্মেলনে বিজিবি প্রতিনিধি দল ভারতে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল(যশোর): ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলনের উদ্দেশে বিজিবির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছে।

সোমবার (৩০ নভেম্বর) দুপুর দেড়টায় প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পৌঁছায়।



বিজিবির খুলনা সেক্টর কমান্ডার (ভারপ্রাপ্ত) লে. কর্নেল আব্দুর রহিমের নেতৃত্বে পতাকা বৈঠকে ১০ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন, ৩৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাকসুদ, রিভার আইন ব্যটালিয়নের সিও লে. কর্নেল তানভির আহম্মেদ, রিজিয়ন লজেসস্টিক অফিসার লে. কর্নেল খালিদ বিন ইউসুফ ও ২৬ ব্যাটালিয়নের বিজিবির এডি মুনসুর রহমানসহ ১০ সদস্যের প্রতিনিধি।

এর আগে দুপুর ১২টায় বিজিবির প্রতিনিধি দলটি ভারতের পেট্রাপোল চেকপোস্ট নোম্যান্স ল্যান্ডে পৌঁছালে বিএসএফ কর্মকর্তারা তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে নিরাপত্তা বেষ্টনি দিয়ে বৈঠক স্থানে নিয়ে যান।

বিজিবি সূত্র জানায়, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার হরিদাসপুর বিএসএফ ক্যাম্প অডিটোরিয়ামে বিজিবি ও বিএসএফের মধ্যে এ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে দু’দেশের বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডারের নেতৃত্বে ১০ জন করে কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকে সীমান্ত পথে অনুপ্রবেশ, চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধ এবং ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হবে।  

২৬ ব্যাটালিয়নের বেনাপোল সদর ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন সম্মেলনের বিষয়ে বাংলানিউজকে বলেন, বৈঠক শেষে সোমবার বিকেলেই বিজিবি প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট দিয়ে আবার দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।