ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ব্যবসায়ী ফারুক হত্যা মামলা

কোর্টহাজত থেকে পালানো সাবেক এসআই রেজাউল গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
কোর্টহাজত থেকে পালানো সাবেক এসআই রেজাউল গ্রেফতার

ঢাকা: আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া ব্যবসায়ী ফারুক হোসেন কামাল হত্যা মামলার আসামি কাফরুল থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম পাটোয়ারিকে ফের গ্রেফতার করতে সমর্থ হয়েছে পুলিশ।

রাজধানীর কাফরুল থানায় দায়ের করা মামলাটির প্রধান আসামি রেজাউল করিম রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় আদালতের হাজতখানা থেকে পালিয়ে যান।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে পুরান ঢাকার জজকোর্টের পেছনের কোর্ট হাউজ স্ট্রিট থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা হায়াত আলী বাংলানিউজকে বলেন, রেজাউল করিম পাটোয়ারি ওই এলাকায় তার আইনজীবীর সঙ্গে কথা বলতে এসেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে আমরা অবস্থান নেই। আইনজীবীর সঙ্গে কথা বলা শেষ করে রাস্তায় বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করেছি।

আসামি রেজাউলকে আদালতে চালান করা হয়েছে বলেও জানান তিনি।

রোববার দুপুরে ঢাকা ৫নং আদালতের বিশেষ জজ ড. মো.আকতারুজ্জামান ফারুক হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন। অপর আসামিরা হলেন- কাফরুল থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান ও পুলিশের সোর্স রতন বাবু।

আসামিরা এর আগে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাদেরকে রাখা হয় কোর্টহাজতে। সন্ধ্যায় রেজাউল করিম কর্তব্যরত পুলিশকে কৌশলে নিজেকে ডিবি পরিচয় দিয়ে আদালতের হাজতখানা থেকে পালিয়ে যান।

পুলিশের প্রসিকিউশন শাখার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মিরাশ উদ্দিন জানান, পলাতক আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। তাকে গ্রেফতার করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাফরুল এলাকা থেকে ব্যবসায়ী ফারুক হোসেন কামালকে তুলে নিয়ে যান এসআই নুরুজ্জামান, এসআই রেজাউল করিম পাটোয়ারি ও সোর্স বাবু। থানায় আটক করে নির্যাতন চালানো হলে  তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে ২৮ ফেব্রুয়ারি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ১১টায় ফারুক মারা যান।

এ ঘটনায় ওই বছরের ১৮ এপ্রিল ঢাকার সিএমএম আদালতে একটি হত্যা মামলা  করেন  নিহত ফারুকের বোন পারভীন হক।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এসজেএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।