ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

২০১৮ সালের মধ্যে খুলনা-মংলা রেললাইন বাস্তবায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
২০১৮ সালের মধ্যে খুলনা-মংলা রেললাইন বাস্তবায়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ২০১৮ সালের মধ্যে রূপসা নদীতে সেতুসহ খুলনা-মংলা রেললাইন নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে খুলনা সার্কিট হাউজে দর্শনা, খুলনা ও মংলা বন্দর এলাকায় রেলওয়ের অপারেশনাল কার্যক্রম, বিভিন্ন স্থাপনা ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।



ফজলে করিম চৌধুরী বলেন, বর্তমান সরকার রেলের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে রেলের উন্নয়ন করা হবে।

তিনি বলেন, খুলনায় নির্মাণাধীন রেলস্টেশনটি হবে আন্তর্জাতিক মানের ও দৃষ্টিনন্দন।

তিনি এ প্রকল্পের সঙ্গে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করার কথাও ঘোষণা দেন।

ফজলে করিম চৌধুরী জানান, রেলপথ মন্ত্রণালয়ের আওতায় ৪১টি প্রকল্পে মোট দুই লাখ ৩৪ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প শুধু স্বপ্ন নয়, এগুলো এখন দৃশ্যমান। দক্ষিণাঞ্চলসহ সারা দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

খুলনা-মংলা রেললাইন নির্মাণ প্রকল্পে অধিগ্রহণ করা জমির মালিকদের ন্যায্য মূল্য দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন এ বি এম ফজলে করিম চৌধুরী।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ব্যাপক প্রচারণা চালানোর ওপর গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খুলনা-২ আসনের এমপি মুহাম্মদ মিজানুর রহমান, নরসিংদী-২ আসনের এমপি সিরাজুল হক মোল্লা, চুয়াডাঙ্গা-২ আসনের এমপি মো. আলী আজগার এবং লক্ষ্মীপুর-২ আসনের এমপি মোহাম্মদ নোমান উপস্থিতি ছিলেন।

অন্যদের মধ্যে এস এম মোস্তফা রশিদী এমপি, পঞ্চানন বিশ্বাস এমপি, শেখ মো. নূরুল হক এমপি, তালুকদার আব্দুল খালেক এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন, বাংলাদেশ রেলওয়ের ডিজি আমজাদ হোসেন, প্রকল্প কর্মকর্তা, বাংলাদেশ জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রেলওয়ের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা,  নভেম্বর ৩০, ২০১৫
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।