ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাইবার আদালতেও হ্যাকার ফাহাদের জামিন নামঞ্জুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
সাইবার আদালতেও হ্যাকার ফাহাদের জামিন নামঞ্জুর

ঢাকা: হ্যাকিংয়ের মামলায় গ্রেফতারকৃত চাঁদাবাজ হ্যাকার আবদুল্লাহ আল ফাহাদের (২১) জামিনের আবেদন নামঞ্জুর করেছেন সাইবার আদালত।
 
সোমবার (৩০ নভেম্বর) দুপুরে শুনানি শেষে ফাহাদের জামিন নামঞ্জুর করেন সাইবার আদালতের বিচারক কে এম শামসুল আলম।


 
ফাহাদের জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন তার আইনজীবী অ্যাডভোকেট বেলাল হোসেন। জামিনের বিরোধিতা করেন অ্যাডভোকেট মবিনুল ইসলাম।
 
গত ২৭ অক্টোবর রাজধানীর উত্তরা থেকে আবদুল্লাহ আল ফাহাদকে সাইবার ক্রাইমের আওতায় আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। পরে মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখায় ভাটারা থানা পুলিশ।
 
প্রায় একমাস আগে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করে আবদুল্লাহ আল ফাহাদ এক লাখ টাকা চাঁদা দাবি করেন। একটি ই-মেইলে এ চাঁদা দাবি করেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হ্যাকিংয়ের মাধ্যমে চাঁদাবাজির কথা স্বীকার করেন ফাহাদ।
 
২৮ অক্টোবর তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত। সাতদিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম। পরে ফাহাদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
 
৩১ অক্টোবর দুপুরে দু’দিনের রিমান্ড শেষে ফাহাদকে ঢাকার সিএমএম আদালতে হাজির করেন তদন্তকারী কর্মকর্তা। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইউনুস খানের আদালত।
 
এ সময় ফাহাদের জামিনের আবেদন জানান তার আইনজীবী। এরপর গত ২ নভেম্বরও তার জামিন নামঞ্জুর হয়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এমই/এসএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।