ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে বিসিএস ক্যাডারদের সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
বরিশালে বিসিএস ক্যাডারদের সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: আমলাতন্ত্র নিপাত যাক, পেশাজীবী মুক্তি পাক-এ স্লোগানে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে সমাবেশ করেছে বিসিএস ক্যাডাররা।

প্রকৃচি-বিসিএস ২৬ ক্যাডার সমন্বয় কমিটির ব্যানারে সোমবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অডিটোরিয়ামে এ সমাবেশ শুরু হয়।



সমাবেশে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বরিশাল জেলা শাখা ও প্রকৃচি-বিসিএস ২৬ ক্যাডার সমন্বয় কমিটি বরিশাল বিভাগের সভাপতি ডা. মো. ইসতিয়াক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমন্বয় কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. ফিরোজ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির সভাপতি ডা. শেখ বাহারুল আলম, শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ভাস্কর সাহা, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জিয়াউল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আব্দুল আজিজ ফরায়েজী।

আরো বক্তব্য রাখেন প্রকৃচি বিসিএস সমন্বয় কমিটির বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা. মো. নুরুল আলম সিনিয়র সহ সভাপতি কৃষিবিদ রমেন্দ্রনাথ বাড়ৈ, প্রকৌশলী জগদীশ চন্দ্র মণ্ডল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. মনিরুজ্জামান শাহীন, ডা. দীপক চন্দ্র কীর্তনিয়া।

প্রকৃচি-বিসিএস ২৬ ক্যাডার সমন্বয় কমিটির ছয় দফা দাবি তুলে ধরে বক্তারা বলেন, বৈষম্য বলতে কোনো কথা নেই, আমরা আমাদের সম্মান ফিরে পেতে চাই।

তাই সব দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রকৃচি-বিসিএস ২৬ ক্যাডার সমন্বয় কমিটি সর্বাত্বক আন্দোলন চালিয়ে যাওয়া এবং প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দিয়ে হলেও তাদের দাবি আদায় করার হুশিয়ারি দেন বক্তারা।

বক্তারা আরো বলেন, এ আন্দোলন সরকার কিংবা দেশের উন্নয়নের বিরুদ্ধে নয়, এ আন্দোলন কতিপয় আমলাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং আমাদের সম্মান ফিরে পাওয়ার জন্যে।

দাবিগুলো হলো, মন্ত্রণালয়ের সহকারী সচিব থেকে সচিব/ সিনিয়র সচিব পর্যন্ত সব পর্যায়ে সংশ্লিষ্ট ক্যাডার কর্মকর্তা পদায়নের মাধ্যমে কৃত্য পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে হবে, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল করতে হবে, উপজেলাগুলোতে ইউএনও কর্তৃক বেতন বিলে স্বাক্ষর বাতিল করতে হবে, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন করতে হবে, একইসঙ্গে বঙ্গভবন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে সব ক্যাডারের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সব ধরনের প্রেষণ বন্ধ করতে হবে, সব ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদান করতে হবে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।