ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দুলাভাই’র সঙ্গে পালাতে গিয়ে...

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
দুলাভাই’র সঙ্গে পালাতে গিয়ে... ছবি: প্রতীকী

হিলি(দিনাজপুর): প্রেমিক দুলাভাইকে নিয়ে পালাতে চেয়েছিল কিশোরী শ্যালিকা ‘বৃষ্টি’ (১৪)। সুখের ঘরও বাঁধতে চেয়েছিল।

কিন্তু বিধিবাম, অবৈধপথে ভারতে যেতে গিয়ে দু’জনেই ধরা পড়লেন বিজিবির হাতে।

সোমবার(৩০ নভেম্বর) বিকেল ৩টায় হিলি সীমান্তের কামালগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ঠাকুরগাঁও জেলার রানিশৈংকল উপজেলার কয়াভিটা নারায়নপুর গ্রামের সওদাগর রায়ের ছেলে নিশিকান্ত রায় (২১) ও হরিপুর উপজেলার রহমতপুর গ্রামের বৃষ্টি ( ছদ্মনাম)।

আটক নিশিকান্ত রায় ও বৃষ্টি বাংলানিউজকে জানান, তারা একে অপরকে ভালোবাসেন। তাদের এ সম্পর্ক কেউ মেনে নেবে না, তাই তারা সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়ে বিয়ে করতে চেয়েছিলেন।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো.আতাহার আলী বাংলানিউজকে জানান, অবৈধপথে ভারতে যাওয়ার সময় বিকেলে সীমান্তের কামালগেট এলাকা থেকে তাদের দুইজনকে আটক করা হয়। পরে তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।