ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে এমপির অনুষ্ঠানের মঞ্চ ভেঙে দিলেন দলীয় কর্মীরা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
দুর্গাপুরে এমপির অনুষ্ঠানের মঞ্চ ভেঙে দিলেন দলীয় কর্মীরা!

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের হরিরামপুর স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্বোধন মঙ্গলবার (১ ডিসেম্বর)। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা মঞ্চ তৈরি করেন।

স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা।

কিন্তু অনুষ্ঠানের আগে সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আয়োজকদের সঙ্গে দলের বিবাদমান অপর একটি গ্রুপ হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুর করেছে। এসময় দুই পক্ষের সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে আওয়ামী লীগের তিন নেতা আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরিরামপুর স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চ কলেজ প্রাঙ্গণে তৈরি করা হয়েছিলো। মঙ্গলবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারার।

তার আগে সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদের লোকজন হঠাৎ করেই হামলা চালিয়ে ওই মঞ্চ ভাঙচুর শুরু করে। ওই সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা ভাঙচুরে বাধা দিতে গেলে হামলাকারীরা তাদের ওপরেও আক্রমণ চালায়।

এ সময় জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও দাউকান্দি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক এবং একই কলেজের প্রভাষক হাফিজ উদ্দিন আহত হন।

আহতদের মধ্যে হাফিজ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাতে রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

তবে আহত হওয়ার ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৬২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।