ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পাটজাত মোড়ক ব্যবহারে সাঁড়াশি অভিযান

১৬০টি আদালতে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
১৬০টি আদালতে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করতে সারাদেশে জেলা নিবার্হী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১৬০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এতে প্রায় ১১ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।



সোমবার (৩০ নভেম্বর) ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে পাটজাত মোড়ক (বস্তা) ব্যবহার বাধ্যতামূলক করতে দেশের বিভাগ, জেলা, উপজেলা, থানা পর্যায়ে এ অভিযান শুরু হয়েছে। ৬টি পণ্যে শতভাগ পাটের বস্তার ব্যবহার নিশ্চিত না হওয়া পযর্ন্ত এ অভিযান চলবে।

এদিকে, ঢাকার কারওয়ান বাজার ও পুরান ঢাকার বাদামতলী চালের আঁড়ত পরিদর্শন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। পরিদর্শনকালে ঢাকা মেট্রোপলিটন এলাকার নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হোসেন খালেদ ও পাট অধিদপ্তরের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন উপস্থিত ছিলেন। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারের আইন বাস্তবায়নে দেশব্যাপী সাঁড়াশি অভিযানের আগ্রগতি পরিদর্শন করেন তারা।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেন,  ‘কারাদণ্ড, অর্থদণ্ড, ব্যাংক ঋণ সুবিধা বন্ধ, লাইসেন্স বাতিল, আইআরসি বা ইআরসি বাতিলের বিধান রেখে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ বাস্তবায়নে সাঁড়াশি অভিযান চালু হয়েছে। আজ থেকে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে দেশের বিভাগ, জেলা, উপজেলা, থানা পর্যায়ে এ অভিযান পরিচালিত হচ্ছে । ’

প্রতিমন্ত্রী বলেন, আইনের এর ধারা ১৪ অনুযায়ী পাটের মোড়ক ব্যবহার না করলে অনূর্ধ্ব এক বছর কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। এ অপরাধ পুনঃসংগঠিত হলে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ডে দণ্ডিত করা হবে। ’

তিনি জানান, এ ছয়টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার না করলে ব্যাংক ঋণ সুবিধা দেবে না। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে তফসিলি ব্যাংকগুলোকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে। একইসঙ্গে চাল মিল মালিকরা পাটের ব্যাগ ব্যবহার না করলে খাদ্য মন্ত্রণালয় তাদের লাইসেন্স বাতিল করবে। পাশাপাশি আমদানি ও রফতানিকালে পাটের ব্যাগ ব্যবহার না করলে বাণিজ্য মন্ত্রণালয় আইআরসি বা ইআরসি বাতিল করবে।

পরিদর্শনকালে ব্যবসায়ীরা এ আইনকে স্বাগত জানান । তারা  ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি পণ্যে পাটের বস্তা ব্যবহারে সম্মতির কথা পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ০৭০৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এসইউজে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।