ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শিয়া মসজিদে অপারেশন চালায় বহিরাগত দুর্বৃত্তরা!

বেলাল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
শিয়া মসজিদে অপারেশন চালায় বহিরাগত দুর্বৃত্তরা! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শিবগঞ্জের (বগুড়া) শিয়া মসজিদ থেকে ফিরে: বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিয়া মসজিদে বহিরাগত দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে ধারণা করছে পুলিশ। ওই হামলায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছিলেন।



হামলার পর ঘটনাস্থল থেকে পয়েন্ট টুটু বোর রিভলবারের ৮টি গুলি উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তের ছোড়া গুলির মধ্যে ৬টি গুলি মসজিদের ভেতরে থাকা পিলার বা কলামের উপরিভাগে আঘাত করায় হতাহতের ঘটনা কম ঘটে। এ থেকে ধারণা করা হয়, শিয়া মসজিদে অপারেশন চালায় বহিরাগত দুর্বৃত্তরা! কেননা পরিচিতরা অপারেশন চালালে পিলার বা কলাম এড়িয়ে গুলি চালাতো। তাতে হতাহতের ঘটনা আরো বাড়তো বলে ধারণা করছেন এলাকাবাসী। অবশ্য একটি গুলি মিনারের ভেতরে নিচের অংশে আঘাত করে।        
 
এদিকে ঘটনার ৫দিন পার হতে চললেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনও অন্ধকারেই রয়েছেন। রিমান্ডে থাকা তিন আসামিকে নিয়ে ঘুরপাক খাচ্ছেন তারা। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে ঘটনা সম্পর্কে আশানুরূপ কোন তথ্য পায়নি পুলিশ। কিন্তু নানা কৌশল ব্যবহার করে আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশের পাঁচ সদস্যের তদন্ত কমিটি।
 
অপরদিকে শিয়া সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হরিপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত শিয়াদের ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে পুলিশ। এছাড়া বাড়তি আইন-শৃঙ্খলা বাহিনীর টহলও অব্যাহত রয়েছে।
 
মঙ্গলবার (৩০ নভেম্বর) সরেজমিনে অনুসন্ধানকালে এলাকাবাসী ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া যায়।    
 
এদিকে সোমবার (৩০নভেম্বর) বিকেলে শিয়া সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক কাটাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় হরিপুর-গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশ করা হয়েছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর ইসলামের সভাপতিত্বে সমাবেশে জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) আরিফুর রহমান মন্ডল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিউটি বেগম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব, আটমুল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান, কিচক ইউনিয়নের চেয়ারম্যান আফছার আলী, সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়ারিস প্রমুখ অংশ নেন।
 
শান্তি সমাবেশে শিয়া মসজিদে গুলির ঘটনার সঠিক তথ্যদাতাকে অর্ধলাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিউটি বেগম।
 
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।