ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় রেঁনেসা রিহ্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
বগুড়ায় রেঁনেসা রিহ্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবি: আরিফ জাহান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: মাদকদ্রব্যের বিরুদ্ধে জনমত গঠন, সচেতনতা তৈরি, আসক্তদের চিকিৎসা, পুনর্বাসন ও মাদকমুক্ত সুন্দর আগামী নিশ্চিতের প্রতিজ্ঞায় বগুড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে রেঁনেসা রিহ্যাব।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শহরের সাতমাথা এলাকায় মাদকবিরোধী মানববন্ধন ও শোভাযাত্রা বের করে সংগঠনটি।



এর আগে সকাল ৯টায় শহরের তিনমাথা রেলগেট এলাকায় একইরকম কর্মসূচি পালন করা হয়।

দুপুর ১২টার দিকে সংগঠনের তিনমাথা রেলগেটে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলছে।

সকাল সাড়ে ৮টায় প্রতিষ্ঠানের পরিচালক আশরাফুল হক তুহিন জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে রাজনীতিবিদ অ্যাডভোকেট নাজমুল হুদা পাপন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বগুড়ার সভাপতি মাসুদুর রহমান রানা, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, মঞ্জুরুল ইসলাম, প্রতিষ্ঠানের আবাসিক চিকিৎসক ডা. আখতারুল হুদা সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এমবিএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।