ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভিওএ বাংলা সম্প্রচারের ৫৮তম বার্ষিকীতে কুইজ প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
ভিওএ বাংলা সম্প্রচারের ৫৮তম বার্ষিকীতে কুইজ প্রতিযোগিতা

ঢাকা: ২০১৬ সালে ভয়েস অব আমেরিকা (ভিওএ) বাংলা বিভাগ এর সম্প্রচারের ৫৮তম বার্ষিকী উদযাপন করবে।

এ উপলক্ষে ন্যাশনাল ফেডারেশন অব ভিওএ ফ্যান ক্লাবস্-খুলন বিভাগীয় কমিটি ও জেলা ভিওএ ফ্যান ক্লাব-চুয়াডাঙ্গার উদ্যোগে এবং নিউইর্য়ক প্রবাসী সাংবাদিক আকবর হায়দার কিরনের সহযোগিতায় একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।



মঙ্গলবার (০১ ডিসেম্বর) আয়োজক পক্ষের পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়।

কুইজের প্রশ্ন:
১। ১৯৫৮ সালের কতো তারিখে ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের অনুষ্ঠানের সম্প্রচার শুরু হয়?

২। ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের বর্তমান প্রধানের নাম কী?

৩। এনটিভিতে সম্প্রাচারিত ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের টিভি প্রোগ্রামের নাম কী?

৪। দেশটিভিতে সম্প্রচারিত ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের টিভি প্রোগ্রাম ভিওএ ৬০ কখন প্রচারিত হয়?

৫। ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের টিভি প্রোগ্রাম সরাসরি আমেরিকা কোন টিভি চ্যানেলে প্রচারতি হয়?

৬। ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের জনপ্রিয় কলইন-শো হ্যালো ওয়াশিংটন কী বারে সম্প্রচারিত হয়?

৭। ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের চারজন কর্মী ও সম্প্রচারকের নাম লিখুন।

কুইজের উত্তর ডাকযোগে অথবা ই-মেইমের মাধ্যমে আগামী ৩১ জানুয়ারি, ২০১৬ এর মধ্যে নিচের ঠিকানায় পাঠাতে হবে।

লটারির মাধ্যমে বিজয়ী একজনকে ডিজিটাল রেডিও রিসিভার ও অন্য ১০ জনকে রেডিও রিসিভার উপহার হিসাবে দেওয়া হবে।

উত্তর পাঠানোর ঠিকানা:
ন্যাশনাল ফেডারেশন অব ভিওএ ফ্যানস ক্লাব-খুলনা ডিভিশনাল কমিটি
উথালি বাজার
পোস্ট: উথালি
চুয়াডাঙ্গা-৭২২১

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।