ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ না করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ না করার দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ না করতে সরকার ও মেয়রের প্রতি দাবি জানিয়েছেন বাংলাদেশ হকার্স ইউনিয়নের নেতারা।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির পক্ষ থেকে ১০ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ সমাবেশে নেতারা এ দাবি জানান।


 
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আমরা টোকেন ও চাঁদা দিয়ে দেশ স্বাধীন করিনি, রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। আপনাদের (হকার) পুনর্বাসনের জন্য কেউ চাঁদা চাইতে এলে তাদের পরিষ্কার ভাষায় বলে দেবেন, এটা স্বাধীনতাবিরোধীদের কাজ, এর সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার কোনো সম্পর্ক থাকতে পারে না।
 
টোকেন ও চাঁদাবাজির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে একটি বিশেষ মহল তাদের পকেট ভারী করতে চায় মন্তব্য করে তিনি বলেন, তাদের ব্যাপারে সজাগ থাকবেন। হকারদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে। তাদের মধ্যে বিভিন্ন দলের ভোটার থাকতে পারে, কিন্তু মনে রাখবেন সবার সমস্যা এক ও অভিন্ন।
 
হকারদের স্বার্থ আদায়ে তাদের ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করারও আহ্বান জানান তিনি।
 
হকারদের উদ্দেশ্যে সেলিম বলেন, আপনাদের আন্দোলনের সমর্থন জানাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকরাও এগিয়ে আসবে।
 
রাজপথের আন্দোলনের পাশাপাশি আইনি লড়াইয়ের মাধ্যমে হকার উচ্ছেদ ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য তিনি হকারদের আহ্বান জানান।
 
গার্মেন্টস ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ঢাকায় বিভিন্ন সময় সৌন্দর্যের নামে গরিবদের উপর অত্যাচার চালানো হয়।
 
এসময় তিনি সব হকারদের ঐক্যবদ্ধ থেকে দাবি আদায়ের অনুরোধ জানান।
 
হকারদের উচ্ছেদ করে পুনর্বাসন, প্রকৃত হকারদের তালিকা তৈরি করে তাদের স্বীকৃতি, চাঁদাবাজি, পুলিশি হয়রানি, জুলুম নির্যাতন বন্ধসহ ১০ দফা দাবি জানান নেতারা।
 
সংগঠনের সভাপতি আবুল হাসেম কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা শহীদুল্লাহ চৌধুরী, বায়তুল মোকাররম হকার্স ইউনিয়নের সভাপতি বাবুল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের ঢাকা সিটি দক্ষিণ ২০ ওয়ার্ডের সভাপতি রাজ বেপারী, শ্রমিক নেতা আহসান হাবিব লাভলু প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৩০৫  ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫/আপডেট: ১৬৪২
এমআইকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।