ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বাংলানিউজে চাকরির নামে আনিসুলের প্রতারণা!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
বাংলানিউজে চাকরির নামে আনিসুলের প্রতারণা!

ঢাকা: শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এ ‘এজেন্ট সংবাদকর্মী আবশ্যক’ বলে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করছে আনিসুল হক নামের এক ব্যক্তি। অনলাইন মার্কেট প্লেস ‘বিক্রয়.কম’-এ এ সংক্রান্ত ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারক আনিসুল হক তার ফোন নম্বর (01626183472) দিয়ে যোগাযোগও করতে বলেছেন।



বুধবার (২ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে বিজ্ঞাপনটি প্রকাশিত হয়। অতীব চতুর আনিসুল তার বিজ্ঞাপনে ‘প্রত্যেক থানা/জেলা প্রতিনিধি আবশ্যক’ বলে উল্লেখ করেন। আর কার্ড ফি বাবদ ৭০০ টাকা করে দাবি করেন। বেতন ন্যুনতম ৫০০০ টাকা বলেও এতে উল্লেখ করা হয়।

ভুয়া বিজ্ঞাপনটিতে আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি/এইচএসসি/অনার্স/মাস্টার্স’র কথা উল্লেখ করা হয়। আবেদন করতে দুই কপি ছবি (এক কপি পাসপোর্ট, এক কপি স্ট্যাম্প সাইজ), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জন্মসনদের ফটোকপি, একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি জমা দেওয়ার কথা জানানো হয়।

এছাড়া, মূল উদ্দেশ্য টাকা হাতিয়ে নিতে প্রতারক আনিসুল হক আবেদনের জন্য ৭০০ টাকা ‘জার্নালিস্ট কার্ড ফি’ ও সঙ্গে ৮ শতাংশ ভ্যাট লাগবে বলে তার বিজ্ঞাপনে উল্লেখ করেন।

ভুয়া বিজ্ঞাপনটিকে বিশ্বাসযোগ্য করার জন্য তিনি ঠিকানা দিয়েছেন, ‘ঢাকার বারিধারা, ১৫৬/এ বসুন্ধরা রোড, অ্যানেক্স ভবন (তৃতীয় তলা)।

এদিকে আনিসুল হকের দেওয়া টেলিফোন নম্বরে চাকরিপ্রার্থী হিসেবে ফোন করে তাকে পাওয়া যায়। তিনি এই বিজ্ঞাপনের কথা স্বীকার করেন এবং চাকরি দেওয়ার সব সুযোগ সুবিধার কথা জানান।

আনিসুল বলেন তার কাছে ইমেইলেও আবেদন পাঠানো সম্ভব। আর সে জন্য banglanews241@gmail.com নামে একটি ই-মেইল অ্যাড্রেস দেন। হাতে হাতে আবেদন পৌঁছানো সম্ভব বলেও জানান তিনি।

তবে মূল বিজ্ঞাপনে ‘মেইল গ্রহণযোগ্য নয়’ বলে জানিয়ে দেওয়া হয়।

একমাত্র ‘অফিস টাইমে’ কল করার নির্দেশনাও রয়েছে এই বিজ্ঞাপনে।

এদিকে বাংলানিউজের শুভানুধ্যায়ীরা এই বিজ্ঞাপনের কথা ও প্রতারক আনিসুলের তথ্য ই-মেইল করে পাঠাচ্ছেন।

তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, এটি স্রেফ একটি প্রতারণা। আনিসুল হক নামে কেউ বাংলানিউজের সঙ্গে সংযুক্ত নেই।

প্রিয় পাঠক বাংলানিউজে নিয়োগ সংক্রান্ত যে কোনও বিজ্ঞাপন বাংলানিউজ সাইটেই প্রকাশ করা হয়। অন্য কোথাও এমন বিজ্ঞাপন দেখে প্রতারিত না হওয়ার জন্য সতর্ক করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।