ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কুর্মিটোলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
কুর্মিটোলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ২০

ঢাকা: রাজধানীর কুর্মিটোলা এলাকার সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (০২ ডিসেম্বর) বেলা পৌনে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢাকা ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি আরও জানান, গাজীপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের ওপরে উঠে যায়। এ সময় পেছনে থাকা অন্য একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে উভয় বাসের প্রায় ২০ যাত্রী আহত হন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫/ আপডেট: ১৭৩৫ ঘণ্টা
এনএইচএফ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।