ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব পদে পদোন্নতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
পাঁচ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব পদে পদোন্নতি

ঢাকা: প্রশাসনের পাঁচ অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বুধবার (০২ ডিসেম্বর) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।

 

পদোন্নতি পাওয়া ভারপ্রাপ্ত সচিবরা হলেন- বিসিকের চেয়ারম্যান আহমেদ হোসেন খান; তাকে ভারপ্রাপ্ত সচিব মর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়কে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. নুরুন্নবী তালুকদারকে বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) চেয়ারম্যান শাহীন খানকে প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসএমএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।