ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধ ভাটা মালিকের ২ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
অবৈধ ভাটা মালিকের ২ লাখ টাকা জরিমানা ছবি: প্রতীকী

বরিশাল: কয়লার বদলে কাঠ পোড়ানোসহ বিভিন্ন অভিযোগে বরিশালে শাওন ব্রিকস নামে অবৈধ একটি ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন।



এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ইটভাটার কাঁচা ও পোড়ানো কয়েক লাখ ইট ধ্বংস করে। এছাড়া, ইটভাটা থেকে ৬০ মণ কাঠ জব্দ করা হয়। পাশাপাশি ওই এলাকার একটি ছ-মিলের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সুকুমার বিশ্বাস বাংলানিউজকে বলেন, শাওন ব্রিকস ইটভাটার মালিক রাইভিউল কবির স্বপন। ২০১২ সাল থেকে অবৈধভাবে ইটভাটার কাজ চালিয়ে আসছেন তিনি।

তিনি আরও বলেন, ইটভাটাটি বরিশাল সিটি করপোরেশন এলাকায় হওয়ায় এটি স্থাপন অবৈধ। এছাড়া, ইটভাটাটিতে জিগজাগ চুল্লি ব্যবহার করা হয়নি এবং কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। এছাড়া, ইটভাটাটি চালানোর জন্য বৈধ কোনো লাইসেন্স নেই।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী বলেন, অবৈধ ইটভাটা মালিকের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ওই ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।