ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাকিস্তান সরকারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক-বাণিজ্যিক-রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

একই সঙ্গে তিনি পাকিস্তানের সঙ্গে মুক্তিযুদ্ধের সময়কার সম্পদ বন্টনের হিসাব-নিকাশের বিচারিক প্রক্রিয়া শুরুরও দাবি জানান।



বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে ‘ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে, পাকিস্তানের সাথে সব ধরনের সম্পর্ক স্থগিত’ করার দাবিতে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলে থেকে এ দাবি জানান তিনি।

ইমরান এইচ সরকার বলেন, পাকিস্তানের দোসরদের মুক্তিযুদ্ধকালীন অপরাধের বিচার চলছে। তারা জানে, এরপর সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত পাকিস্তানের ১৯৫ সামরিক অফিসারের বিচারের দাবি সামনে আসবে। এজন্য তারা একেকটা রায় কার্যকরের পর ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রদান করছে। এই ধৃষ্টতার জবাব দিতে অবিলম্বে দেশটির সঙ্গে সব ধরনের কূটনৈতিক, ব্যবসায়িক, রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।

পাকিস্তান বাংলাদেশে পণ্য রপ্তানির নামে সন্ত্রাসী রপ্তানি করছে মন্তব্য করে তিনি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে এদেশে জেমবি, আনসারউল্লাহ বাংলা টিম, হেফাজতে ইসলামের কাউকে আর অভিযান চালিয়েও খুঁজে পাওয়া যাবে না।

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম বলেন, পাকিস্তান যে মিথ্যাচার করছে, তা নতুন নয়।   তারা সবসময়ই এভাবে মিথ্যাচার করে আসছে। তবে বিশ্বের মানুষ একাত্তরে তাদের পরিচালিত গণহত্যার ইতিহাস জানে।   গিনেজ ওয়ার্ল্ড বুকের মতে, একাত্তরের গণহত্যা বিংশ শতাব্দীতে সংঘটিত পাঁচটি নিকৃষ্টতম ঘটনার একটি।

এ সময় তিনি পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলে গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫/আপডেট: ১৮৪২ ঘণ্টা
এইচআর/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।