ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ইজিবাইক খাদে পড়ে বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
গাইবান্ধায় ইজিবাইক খাদে পড়ে বৃদ্ধা নিহত

গাইবান্ধা: গাইবান্ধায় ব্যাটারি চালিত ইজিবাইক খাদে পড়ে রওশন আরা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ছেলে রশিদুল ইসলাম (৩৫) ও পুত্রবধূ সাজেদা বেগম (৩০)

বুধবার (২ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধা-সাঘাটা সড়কে উপজেলার বোয়ালী ইউনিয়নের পিয়ারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত রওশন আরা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার তাজপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, রওশন আরা তার ছেলে ও পুত্রবধূকে সঙ্গে নিয়ে গাইবান্ধা শহর থেকে ইজিবাইকে করে বাদিয়াখালি এলাকার রামনাথের ভিটে এলাকায় বিয়াই বাড়িতে যাচ্ছিলেন। পথে পিয়ারাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ইজিবাইকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রওশন আরার মৃত্যু হয়।

বোয়ালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।