ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ককটেল-গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
ঝিনাইদহে ককটেল-গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেফতার ছবি : প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে তিনটি ককটেল ও ছয় রাউন্ড গুলিসহ আব্দুল আলিম (৩৭) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ ডিসেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।



আটক আব্দুল আলিম ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আহমেদ কবীর চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশের একটি দল গোবিন্দপুরে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামের রাস্তা থেকে তাকে আটক করা হয়।

পরে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে তিনটি ককটেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি হত্যা মামলার পলাতক আসামি।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।