ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে ২ লাখ টাকার মালামাল ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে ২ লাখ টাকার মালামাল ধ্বংস

রাজশাহী: লাইসেন্সবিহীন নিম্নমানের পাউরুটি, বিস্কুট, কেক, চানাচুরসহ বিভিন্ন পণ্য বিক্রির দায়ে রাজশাহী মহানগরীতে বিভিন্ন দোকান মালিককে ৬৭ হাজার টাকা জরিমানা ও প্রায় দুই লাখ টাকার মালামাল ধ্বংস করা হয়েছে।

বুধবার (০২ ডিসেম্বর) বিএসটিআই আঞ্চলিক অফিস এবং রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে মহানগরীর সপুরা শিল্প ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।



অভিযান পরিচালনার সময় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভিন সুলতানা মহানগরীর শুকুর অ্যান্ড সন্স, অপূর্ব ফুডস, খাদ্য ভান্ডার, এবি কনফেকশনারি এবং রবিউল ভ্যারাইটিজ স্টোরকে ৬৭ হাজার টাকা জরিমানা করেন।

এসময় তিনি দোকানগুলোর প্রায় দুই লাখ টাকার মালামাল ধ্বংসের নির্দেশ দেন। পরে তা ধ্বংস করা হয় বলে জানান বিএসটিআই’র রাজশাহী পরিচালক এবিএম মর্তজা হোসেন শাহ্।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।