ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রেলের টেন্ডারে অনিয়ম ঠেকাবে আইনশৃঙ্খলা বাহিনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
রেলের টেন্ডারে অনিয়ম ঠেকাবে আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকা: রেলওয়ের টেন্ডার প্রক্রিয়ায় সংগঠিত অনিয়ম ও বিশৃংখলা রোধে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে সিআরবি এলাকার নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট দপ্তর থেকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে পত্রের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া ভবিষ্যতে ই-টেন্ডার প্রক্রিয়া কার্যক্রম নেওয়া হবে।
 
বুধবার (০২ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ  মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে টেন্ডারের অনিয়ম রোধে এসব করণীয় দিকের কথা তুলে ধরে মন্ত্রণালয়।
 
কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে  বৈঠকে কমিটির সদস্য মো. মোসলেম উদ্দীন, মুহাম্মদ মিজানুর রহমান, মো. সিরাজুল ইসলাম মোল্লা, মোহাম্মদ নোমান, ইয়াসিন আলী এবং ফাতেমা জোহরা রানী অংশ নেন।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।                                
 
সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদসদের গত ২৯-৩০ নভেম্বর খুলনা, মংলা, দর্শনা রেলওয়ের কার্যক্রম ও স্থাপনা পরিদর্শন শেষে সার্বিক বিষয় এবং রেলওয়ের নিরাপত্তা বাহিনী বিল, ২০১৫ নিয়ে আলোচনা হয়।

কমিটি রেলওয়ের নিরাপত্তা বাহিনী বিল, ২০১৫ যাচাই বাছাই করে আগামী বৈঠকে রিপোর্ট চূড়ান্তকরণের সিদ্ধান্ত নিয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।