ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
টঙ্গীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর বউবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।

বুধবার (০২ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে খয়েরি রংয়ের বোরকা ও সাদা-কালো চেক সেলেয়ার কামিজ ছিল।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, বউবাজার এলাকায় রেল-লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। তার মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।