ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ের চেষ্টা

৫ বছর বিয়ে করতে পারবে না বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
৫ বছর বিয়ে করতে পারবে না বর প্রতীকী ছবি

চাঁদপুর: চাঁদপুরে এক স্কুলছাত্রীর (১৩) সঙ্গে বাল্যবিয়ের আয়োজন করায় মনির হোসেন (২৪) নামে বরকে ভিন্নধর্মী শাস্তি দেওয়া হয়েছে। কনের বয়স ১৮ না হওয়া পর্যন্ত তিনি অন্য কোথাও বিয়ে করতে পারবেন না মর্মে অঙ্গীকার নামায় স্বাক্ষর নিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল করিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অঙ্গীকারনামায় স্বাক্ষর নেন।

এছাড়া, বর মনির হোসেন ও কনের বাবা গফুর শেখকে ১ হাজার টাকা করে জরিমানাও করেছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বাংলানিউজকে বলেন, শহরের পুরাণ বাজার মধ্য শ্রীরামদির আবুল কালাম হাওলাদারের ছেলে মনির হোসেনের সঙ্গে একই এলাকার গফুর শেখের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ের (১৩) বিয়ের আয়োজন করে।

বিষয়টি পুলিশ সুপার শামসুন্নাহারকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে কনের বাড়িতে পুলিশ পাঠান তিনি। পুলিশ বিয়ে বাড়ি থেকে বর ও কনের বাবাকে আটক করে থানায় নিয়ে আসে। বিকেলে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বাংলানিউজকে বলেন, মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকারনামা উভয় পরিবারের কাছ থেকে নেওয়া হয়।

তিনি আরও বলেন, অভিযুক্ত মনির হোসেনকে এ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং অন্যত্র বিয়ে করতে পারবেন না বলে অঙ্গীকারনামায় স্বাক্ষর নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।