ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বুধবার ৮ জন অজ্ঞান পার্টির খপ্পরে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
রাজধানীতে বুধবার ৮ জন অজ্ঞান পার্টির খপ্পরে ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীতে পৃথক ঘটনায় আটজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন।

বুধবার (০২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।



এর মধ্যে, কামরুজ্জামান (৩৫); তার বাড়ি রাজবাড়ী জেলায়। তিনি মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে ঢাকায় আসেন। কিন্তু এ যাত্রায় তার আর যাওয়া হলো না।

রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজারের সামনের সড়ক থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন।

দ্বিতীয় ঘটনাটি হলো- শাহীন (৪০); সিএনজি চালক। কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের সামনে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালীউল্লাহ তাকে ঢামেকে নিয়ে আসেন। ঘটনার পর তার সিএনজি আর পাওয়া যাচ্ছে না।

তৃতীয় ঘটনা- গুলিস্তান ফুলবাড়িয়ায় ফয়েজ (৪০) নামে এক ব্যক্তি অজ্ঞান অবস্থায় পড়ে ছিলেন। পথচারী ফরহাদ ঢামেকে নিয়ে আসেন তাকে।

চতুর্থ ঘটনা- সতেন বিশ্বাসের (২৪); তাকে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ঢামেকে নিয়ে আসা হয়। তার কাছ থেকে ৩৫শ’ টাকা খোয়া যায়।

পঞ্চম ঘটনা- নুরুন নবীর (৬৫); তিনি রেলওয়ে বিভাগের প্রকৌশলী ছিলেন। নারায়ণগঞ্জ পাগলায় তার বাসা। সকালে ছেলের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন তিনি। পরে গুলিস্তান থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। নুরুন নবীর ছেলে ফরিদ বাংলানিউজকে জানান, ১ লাখ ৪৫ হাজার টাকা ছিল তার বাবার কাছে, যা খোয়া গেছে।

ষষ্ঠ ঘটনা- আবু বকরের (৪২)। তাকে ফুলবাড়িয়া সিটি করপোরেশনের সামনের অফিস থেকে উদ্ধার করা হয়। তার মোবাইল খোয়া গেছে।

সপ্তম ঘটনা- শ্রমিক মানিক মন্ডলকে (৩২) উদ্ধার করা হয়েছে গুলিস্তান থেকে।

অষ্টম ঘটনা- শিক্ষক আনিসুর রহমানের (৫০)। তিনি রাজধানীর শেখ বোরহান উদ্দিন কলেজের গণিতের শিক্ষক। তাকে মোহাম্মদপুর বসিল্লা থেকে উদ্ধার করা হয়।

ঢামেক নতুন ভবনের সপ্তম তলার ইউনিট-৫’র সহকারী রেজিস্ট্রার ডা. আল-আমিন বাংলানিউজকে জানান, সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত তারা ঢামেকে চিকিৎসা নিতে আসেন। বিভিন্নভাবে তাদের অচেতন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।