ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লা-সিলেট মহাসড়কে যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
কুমিল্লা-সিলেট মহাসড়কে যানজট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: সড়কের অর্ধেক জায়গা খুঁড়ে সংস্কার কাজ করতে থাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার এলাকায় রাস্তা সংস্কার কাজের জন্য বুধবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যানজটের সৃষ্টি হয়।



যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন দূরপাল্লার যাত্রীরা।

স্থানীয় ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবুল হাশেম বাংলানিউজকে জানান, গাড়ির জট উভয় দিকে অন্তত ৮ কিলোমিটার এলাকা ছাড়িয়ে গেছে। একদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মহিউদ্দিননগর ও অপরদিকে কসবা উপজেলার তিনলাখপীর বাসস্ট্যান্ড পর্যন্ত জট রয়েছে।

রাত ১১টার দিকে ধরখার বাসস্ট্যান্ড এলাকায় কুমিল্লা ট্রান্সপোর্টের চালক জয়নাল আবেদীন (৪৫) বলেন, আড়াই ঘণ্টা পার অইলেও এহন পর্যন্ত আড়াই কদম আগাইতে পারি নাই। কবে যে যাইতে পারুম, অাল্লাহ জানে।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য জানান, ২ সপ্তাহ আগে থেকে সড়কটির অর্ধেকাংশ খুঁড়ে সংস্কার কাজ করা হচ্ছে। এতে সড়কটি সরু হয়ে যাওয়ায় যানবাহনের চাপ অতিমাত্রায় বেড়ে গেছে।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এমইউএম/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।