ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মা ও ২ মেয়ে অজ্ঞান পার্টির খপ্পরে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
রাজধানীতে মা ও ২ মেয়ে অজ্ঞান পার্টির খপ্পরে

ঢাকা: রাজধানীতে একই পরিবারের তিন সদস্য অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন।

বুধবার (২ ডিসেম্বর) বিকেলে ডেমরার কোনাপাড়ার সিরাজউদ্দিন রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।



এদিকে, ওই তিনজনসহ মোট ১১ জন এদিন রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তাদের  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া সিরাজউদ্দিন রোডের বাসিন্দা হলেন পলি আক্তার (৩০) এবং তার দুই মেয়ে লামিয়া আক্তার (১১) ও সামিয়া আক্তার (৫)।

পলি আক্তারের শাশুড়ি ময়না বেগম বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১ নভেম্বর) আনুমানিক ৪০ বছর বয়সী এক নারী তাদের বাসায় আসেন। ওই নারী বুধবার বিকেলে আবারো তাদের বাসায় আসেন।

এ সময় কথার ছলে ওই নারী তার পুত্রবধূ পলি ও দুই নাতনীকে বেলের শরবত পান করান। কিছুক্ষণ পর পলির মাথা ঝিমঝিম করে উঠলে তিনি চিৎকার দেন। এতে ওই নারী বাসা থেকে সটকে পড়েন।

পরে সুস্থ না হওয়ায় রাত সাড়ে ১০টার দিকে তাদের ৩ জনকে ঢামেকে আনা হয়।

ঢামেক নতুন ভবনের সপ্তম তলার ইউনিট-৫ এর সহকারী রেজিস্ট্রার ডা. আল-আমিন বাংলানিউজকে জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে যারা চিকিৎসা নিতে এসেছেন তাদের বিভিন্নভাবে অচেতন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এএসএস/এজেডএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।