ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে গাছ চাপা পড়ে কৃষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
কমলনগরে গাছ চাপা পড়ে কৃষকের মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে গাছ চাপা পড়ে আবদুস সালাম বাচ্চু (৬০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরফলকন ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় চরফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এএনএম আশরাফ উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে বৃদ্ধ কৃষক আবদুস সালাম নিজের বাড়ির বাগানে একটি রেইন্ট্রি (কড়ই) গাছ কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত গাছটি তার ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।