ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে পারিবারিক কলহের জেরে বাড়িতে আগুন, স্বামীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
টঙ্গীতে পারিবারিক কলহের জেরে বাড়িতে আগুন, স্বামীর মৃত্যু

গাজীপুর: টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় পারিবারিক কলহের জেরে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অজিত বাবু (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।



টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া বাংলানিউজকে জানান, দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জেরে অজিত বিকেল সাড়ে ৩টার দিকে স্ত্রী-সন্তানদের ঘরের বাইরে বের করে দরজা বন্ধ করে ঘরের ভেতরে বিভিন্ন মালামালে আগুন ধরিয়ে দেন। এক পর্যায়ে আগুনে অজিত বাবু অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

তিনি জানান, এ সময় স্থানীয়রা ঘরের দরজা ভেঙে আগুন নেভায়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫/আপডেট ১৭৩১
আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।