ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পৃথক ঘটনায় ৩ নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
রাজধানীতে পৃথক ঘটনায় ৩ নারীর মৃত্যু

ঢাকা: রাজধানীর কাফরুল, শেরেবাংলা নগর ও হাজারীবাগ এলাকায় পৃথক ঘটনায় তিন নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে বিভিন্ন থানার পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।

মৃতরা হলেন ফারজানা আক্তার সীমা (২১), লুপা খাতুন (১৯) ও সারা আক্তার (২০)।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাংলানিউজকে জানান, কাফরুল থানার পশ্চিম বাইশতেকি এলাকার একটি বাসা থেকে শুক্রবার সকাল ১১টায় ফারজানা আক্তার সীমার মরদহে উদ্ধার করা হয়েছে। মৃতের স্বামীর নাম জুয়েল রানা। গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন পরিবার ধারণা করছে। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এদিকে, শেরেবাংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মীর হোসেন জানান, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে শেরেবাংলা নগরের আলী সরদার টাওয়ার এলাকার একটি বাসায় লুপা খাতুন গালায় ফাঁস আত্মহত্যার চেষ্টা করলে গুরুতর আহত হন। পরে রাতেই তাকে সোহরাওয়াদী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি চলতি বছর বদরুন্নেছা কলেজ থেকে এইচএসসি পাস করেন। তার পিতার নাম সুলতানুর ইসলাম।

অন্যদিকে, গৃহবধূ সারা আক্তার ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান। গত ৬ ডিসেম্বর স্বামী-স্ত্রীর কলহের জের ধরে এক পর্যায়ে স্বামী ইউসুফ মোহন স্ত্রী সারার গায়ে গরম পানি ঢেলে দিলে তিনি দগ্ধ হন। পরে তাকে ঢামেকে ভর্তি করা হয়।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলিমুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এজেডএস/টিআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।