ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে বিজয় দিবস উদযাপনে কর্মসূচি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
পার্বতীপুরে বিজয় দিবস উদযাপনে কর্মসূচি

পার্বতীপুর(দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসন মহান বিজয় দিবস উদযাপনের জন্য ৩ দিনব্যাপী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়- কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর সন্ধ্যায় পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা।

১৫ ডিসেম্বর সকাল ১০টায় জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও রচনা প্রতিযোগিতা। সন্ধ্যায় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ভিত্তিক চলচিত্র প্রদর্শন করা হবে।

১৬ ডিসেম্বর প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি দিয়ে শহীদ মিনার ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, বেসরকারি ভবন ও দোকানপাট-ব্যবসায় প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন।

সকাল ৯টায় পার্বতীপুর স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন স্থানীয় সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। সেখানে তিনি পুলিশ, আনসার, ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউট, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীদের সম্মিলিত মার্চপাস্ট এবং কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন।

স্টেডিয়াম মাঠে বেলা সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। এরপর অনুষ্ঠিত হবে শারীরিক কসরত প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

বাদ জোহর শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন মসজিদে জাতির সুখ, সমৃদ্ধি, শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত এবং সুবিধাজনক সময়ে এতিমখানা, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। হাসপাতাল ও এতিমখানায় সকাল থেকে পরিবেশন করা হবে উন্নতমানের খাবার।    

সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে‌‌ ‌‌‌‌‌‌‌‌‌সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। সভা শেষে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া ১৫ ও ১৬ ডিসেম্বর সন্ধ্যায় সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমুহে করা হবে আলোকসজ্জা।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।