ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পৌরসভা নির্বাচন

প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর ১১১২২, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৩৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর ১১১২২, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৩৪

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ হাজার ১২২ জন। এরমধ্যে সংরক্ষিত কাউন্সিলর ২ হাজার ৫৩৩ জন এবং সাধারণ কাউন্সিলর ৮ হাজার ৫৮৯ জন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত কাউন্সিলর পদে ৪০ জন এবং সাধারণ কাউন্সিলর ৯৪ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) সহকারী সচিব রাজীব আহসান বাংলানিউজকে জানান, ২৩৪ পৌরসভার প্রায় ২ হাজার ২০২টি সাধারণ ওয়ার্ড ও প্রায় ৭০০টি সংরক্ষিত ওয়ার্ডে ১১ হাজার ১২২ জন প্রার্থী লড়বেন।

এদিকে, এ নির্বাচনে মেয়র পদে ৯২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে স্বতন্ত্র রয়েছেন ২৭১ জন প্রতিদ্বন্দ্বী। মেয়র পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ৬ প্রার্থী।

আগামী ৩০ ডিসেম্বর (বুধবার) দেশের ২৩৪ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে দলীয় এবং কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোটগ্রহণ হচ্ছে। প্রায় ৭২ লাখ ভোটার এতে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।