ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধের তিন ঘণ্টা পর তা প্রত্যাহার করেছে এম ই এইচ আরিফ কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। অবরোধ তুলে নেওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।



তবে অবরোধের প্রভাবে সৃষ্ট যানজটের প্রভাব রয়েছে সড়কটিতে। ধীরগতিতে চলাচল করছে যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে ওই কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী। পরে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত ফি কমানোর আশ্বাসে বিকেল সোয়া ৪টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

এদিকে টানা তিন ঘণ্টা অবরোধ অব্যাহত থাকায় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরজমিনে গিয়ে দেখা যায়, সড়কে যান চলাচল ছিল খুবই ধীর গতির। সময় বেশি লাগায় বেশ কিছু যাত্রীকে পায়ে হেঁটে যেতে দেখা যায়।

কালিয়াকৈর পরিবহনের যাত্রী হালিম মিয়া বাংলানিউজকে জানান, গাজীপুর চৌরাস্তা থেকে কোনাবাড়ী আসতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। কালিয়াকৈর যেতে রাত ১০টা বেজে যাবে।

সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, দুপুরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। তিন ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়। তবে মহাসড়কটিতে এখনও যানজট লেগে রয়েছে। যানজট নিরসনে কাজ পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।

** ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
** কোনাবাড়ীতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
আরএইচএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।