ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো গাজীপুর জেলা পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো গাজীপুর জেলা পুলিশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে গাজীপুর পুলিশ লাইন্স মিলনায়তনে একটি অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রহমত আলী এমপি।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নূরুজ্জামান (বিপিএম, পিপিএম), মাহবুব উদ্দিন বীর বিক্রম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, বিশিষ্ট লেখক সেলিম ওমরাও খাঁন, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, পুলিশ লাইন্সের আরআই মুক্তিযোদ্ধা শাহজাহান আলী মিয়া, এসআই দেলোয়ার হোসেন প্রমুখ।

পরে ‍মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট দেওয়া ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য (এমপি) জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খাঁন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসম্বের ১৫, ২০১৫
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।