ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী থেকে প্রকাশিত হচ্ছে দৈনিক ‘সুপ্রভাত ফেনী’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ফেনী থেকে প্রকাশিত হচ্ছে দৈনিক ‘সুপ্রভাত ফেনী’

ফেনী: ‘মুক্তিযুদ্ধের চেতনায় সত্য প্রকাশে অবিচল’ এ শ্লোগানকে সামনে রেখে ও মহান বিজয় দিবস উপলক্ষে ফেনী থেকে প্রকাশিত হতে যাচ্ছে দৈনিক ‘সুপ্রভাত ফেনী’।

একঝাঁক প্রগতিশীল সংবাদকর্মীদের নিয়ে যাত্রা করবে পত্রিকাটি।



পত্রিকার সম্পাদক শাহজালাল রতন মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে বাংলানিউজকে বলেন, ফেনী হজরত পীর পাগলা মিয়ার (রহ.) এর চারণভূমি।

কবি নজরল ইসলাম, কবি নবীন চন্দ্রশীল, নাট্যকার সেলিম আলদীন, ভাষা শহীদ সালাম, বুদ্ধিজীবী জহির রায়হান, সেলিনা হোসেন আর শহীদুল্লাহ কায়সারের স্মৃতিধন্য জেলা ফেনী থেকে পাঠকের চাহিদা পূরণের প্রতিশ্রুতি নিয়ে পত্রিকাটি প্রকাশ হবে। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসবে স্বাধীনতার স্বপক্ষের এ কাগজটি।

তিনি আরও বলেন, বিজয় দিবসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পাঠকের হাতে পৌঁছে যাবে পত্রিকাটি।
 
পত্রিকাটি বিগত ২০১৪ সালের ০১ জানুয়ারি সরকারের ডিক্লিয়ারেশন পেয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এএটি/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।