ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীর শহীদ স্মৃতিস্তম্ভে জনতার ঢল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
ফেনীর শহীদ স্মৃতিস্তম্ভে জনতার ঢল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: বিজয় দিবসের প্রথম প্রহরে ফেনীর শহীদ স্মৃতিস্তম্ভে নেমেছে জনতার ঢল। বিনম্র শ্রদ্ধায় মুখরিত পুরো শহর।



এসময় যুদ্ধাপরাধী সব রাজাকারদের বিচার ত্বরান্বিত করার দাবি জানায় সর্বস্তরের মানুষ।

বুধবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা এক মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়।

এরপর শহরের জেল রোড় এলাকায় মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. হুমায়ুর কবির খোন্দকার, জেলার পুলিশ সুপার (এসপি) রেজাউল হক পিপিএম, স্থানীয় সাংসদ নিজাম উদ্দীন হাজারী ও পৌর মেয়র হাজী আলাউদ্দিন।

এছাড়া জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি, জেলা পরিষদ, ফেনী প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি, জেলা আইনজীবী সমিতি, জেলা শিক্ষক সমিতি, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, জেলা ক্রীড়া সংস্থা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, আর্য সাংস্কৃতিক কেন্দ্র, লিও ক্লাব, ফেনী থিয়েটার, খেলাঘর, ফেনী সরকারি কলেজ, স্বেচ্ছাসেবী সংগঠন মাস্তুল ফেনী, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও পুষ্পস্তবক অর্পণ করে।

বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এএটি/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।