ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় ৪ ব্যবসায়ীর জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
পাকুন্দিয়ায় ৪ ব্যবসায়ীর জেল-জরিমানা

কিশোরগঞ্জ: ভেজাল খাবার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বৈধ্য কাগজপত্র না থাকায় দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চার ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দিনগত রাত ৮টার দিকে কালেক্টরেটের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ এ আদেশ দেন।


 
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন- উপজেলার ঢাকা বেকারির মালিক আবু হানিফা (৫৫), নূর বেকারির মালিক মতিউর রহমান (৫৫), বিসমিল্লাহ ডেন্টাল কেয়ারের মালিক আল আমিন (২৫) ও মা ডেন্টাল কেয়ারের মালিক নাইমুল ইসলাম (২৩)।

র‌্যাব-১৪ এর ক্যাম্পের (এএসপি) রাজিব কুমার দেব বাংলানিউজকে জানান, রাতে র‌্যাবের একটি দল উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ভেজাল খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করার দায়ে ঢাকা বেকারি ও নূর বেকারির মালিক এবং ডেন্টাল কেয়ার চালানোর বৈধ্য কাগজপত্র না থাকায় বিসমিল্লাহ ও মা ডেন্টাল কেয়ারের মালিককে এ দণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এএটি/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।