ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে সনাক’র দুর্নীতিবিরোধী পথনাটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
মধুপুরে সনাক’র দুর্নীতিবিরোধী পথনাটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলায় টিআইবি-সচেতন নাগরিক কমিটি-সনাক’র ইয়েস গ্রুপ সদস্যদের অভিনয়ে দুর্নীতি বিরোধী পথনাটক ‘এখনই থামান’ প্রদর্শিত হয়েছে।

সনাক, মধুপুরের উদ্যোগে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার লাউফুলা বাজারে প্রদর্শিত দুর্নীতি বিরোধী এ নাটকে শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, জলবায়ু অর্থায়নে সুশাসন ও ভূমি খাতে বিরাজমান দুর্নীতির চিত্র ফুটে ওঠে।



সনাক সূত্র জানায়, অশুভ আর দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সোচ্চার করতে নাটক একটি বিশেষ মাধ্যম। সরকারি সেবা খাতে প্রত্যহ ঘটে যাওয়া দুর্নীতি ও বঞ্চনার চিত্র ফুটিয়ে তুলতে জনসচেতনতা সৃষ্টির এ মাধ্যমকে ক্রিয়াশীল করা জরুরি। তরুণদের ভূমিকার প্রতি সাধারণ মানুষের দৃষ্টি ও বিশ্বাস গভীর। তাই সমাজের অসঙ্গতিগুলো পরিবর্তনের লক্ষ্যে টিআইবি’র ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট-ইয়েসের সৃষ্টি এ নাটক দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করতে সহায়কের ভূমিকা রাখবে।

নাটকে অভিনয় করেন- ইয়েস লিডার এস এম সবুজ, জাহিদুল ইসলাম, সদস্য রায়হান সজীব, হেলাল উদ্দিন, মানিক, ঝর্ণা বিশ্বাস, আসিফ, মোস্তাফিজুর, আসকের ও হাফিজুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এএটি/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।