ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
শরীয়তপুরে শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শরীয়তপুর: মহান বিজয় দিবস-২০১৫ উপলক্ষে শরীয়তপুরের শহীদ পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাম চন্দ্র দাস।

এসময় জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, প্রবীণ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আবুল ফজল মাস্টার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা শাখার কমান্ডার এমএ সাত্তার খান, ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক সরদারসহ অনেকে উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক রাম চন্দ্র দাস মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে জেলার ১৬৩ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান ও বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।