ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

৩ উপজেলায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
৩ উপজেলায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলায় মুক্তিযোদ্ধাদের পৃথকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে রামগতির আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে ১৪৮ জন মুক্তিযোদ্ধাকে, কমলনগরের হাজিরহাট মিল্লাত একাডেমি মাঠে ১০৮ জন ও ও রায়পুরে ২৫০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় তাদের ক্রেস্ট, উপহার ও নগদ টাকা দেওয়া হয়।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শফি কামালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগতি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার হাসান মাহমুদ ফেরদৌস ও সহকারী কমিশনার (ভূমি) রবিউল  হাসান।

এদিকে, কমলনগরের হাজিরহাট মিল্লাত একাডেমী মাঠে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা একেএম নুরুল আমিন মাস্টার, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ, হাজিরহাট উপকূল কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আবু তাহের কমান্ডার, মুক্তিযোদ্ধা মাস্টার মফিজুল ইসলাম ও হাজিরহাট মিল্লাত একাডেমির প্রধান শিক্ষক মাস্টার আলতাফ হোসেন প্রমুখ।

এছাড়াও, রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আড়াইশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়। মার্চ্চেন্টস একাডেমি মাঠে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন পাঠানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলম।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।