ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

‘দেশকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
‘দেশকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না’ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

রাজশাহী: দেশকে নিয়ে কাউকে কখনও কোনোভাবে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এ স্বাধীন বাংলাদেশ।

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে আজ বাংলাদেশের ৪৪ বছর পূর্তি। কোন মহল যদি এদেশকে নিয়ে ছিনিমিনি খেলতে চায় তাহলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।

বুধবার (১৬ ডিসেম্বর) রাজশাহী জেলার বাঘা উপজেলা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবসের পতাকা উত্তোলন ও কুজকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন শেষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একথা বলেন।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুজকাওয়াজ অনুষ্ঠানে পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিবাদন ও মার্চপাস্টের সালাম গ্রহণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশে আজ স্বাধীনতা বিরোধী চক্র জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। কিন্তু আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে তাদের আশা পূরণ হবে না।

তিনি বলেন, দেশে ৭১’র যুদ্ধাপরাধীদের বিচারের দাবি অনেক আগের। আওয়ামী লীগ সরকার তাদের বিচারের প্রক্রিয়া শুরু করেছে এবং দেশে-বিদেশে অপশক্তির বিরাট চক্রান্তের বাধা অতিক্রম করে চার যুদ্ধাপরাধীর দণ্ড কার্যকর করতে সক্ষম হয়েছে। এতে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা আত্মার শান্তি পাচ্ছে। ‘৭৫ পরবর্তী যুক্তিযোদ্ধারা তেমন সম্মান না পেলেও এখন তারা সম্মানিত হচ্ছেন। ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতার জন্যই দেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নকে কোনো শক্তিই বাধাগ্রস্ত করতে পারবে না।

দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হচ্ছে। ২২ হাজার শিক্ষকের চাকরি সরকারিকরণ করা হয়েছে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগসহ সব ক্ষেত্রে আমূল পরিবর্তন করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ সফল করতে যা যা করা দরকার তা করা হবে।

অনুষ্ঠানে বাঘা পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার শিমুল আকতারসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী চারঘাট উপজেলা অডিটোরিয়ামে চারঘাট উপজেলার বীর মুক্তিযোদ্ধা যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি চারঘাট উপজেলার ২৭৩ জন বীর মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে বরণ করেন।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেনসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সেখান থেকে প্রতিমন্ত্রী বাঘা উপজেলার তেঁথুলীয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাউসা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।