ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

লামায় ট্রাক খাদে পড়ে নিহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
লামায় ট্রাক খাদে পড়ে নিহত ৭ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলার ইয়াংচা এলাকায় ট্রাক খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১১ জন।



বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বান্দরবানের পুলিশ সুপার মিজানুর রহমান।

নিহতরা হলেন- রাজিব (৪৫), রবিন (৩৫), আফতাব হোসেন (৫৫), আমজাদ হোসেন (৪৬), আলেক রহমান (৩২), সাইদ (৩০) ও হাসান আলী (৩৫)।

আহতদের মধ্যে পাবনার ঈশ্বরদীর মাহবুবুল প্রামাণিকের ছেলে আশা প্রামাণিক, কাওসার গাজী, সদর উপজেলার হামিদপুরের একই এলাকার আবু সাইদের ছেলে মিঠু হাসান এবং সাতক্ষীরা দেবহাটা নজরুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন, আলঅউদ্দিনের ছেলে মাসুমের নামপরিচয় জানা গেছে।

চকরিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সাবের হোসেন বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

ইয়াংচা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) ত্রিপল চাকমা জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে দ্রুত চকরিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে আনার পর তিনজন মারা যায়।

হতাহতরা সবাই নারায়ণগঞ্জ থেকে টাওয়ার বসানো কাজে বান্দরবান আসছিলেন বলে জানান তিনি।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, পণ্যবাহী একটি ট্রাক সকালে ঢাকা থেকে ফাসিয়াখালী যাচ্ছিল। পথে ইয়াংচা আর্মি ক্যাম্পের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। এসময় আরো অন্তত ১৪ জন আহত হন।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পাশের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরো তিনজন মারা যান।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫/আপডেটেড: ১১১৩
এসআই/এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।