ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সেনবাগে ডাকাতের হামলায় শিশু-নারীসহ আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
সেনবাগে ডাকাতের হামলায় শিশু-নারীসহ আহত ৬

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এক শিক্ষকের বাড়িতে ডাকাতিকালে হামলায় একই পরিবারের শিশু ও নারীসহ ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের পূর্ব বটতলা গ্রামের আজিম উদ্দিন চৌধুরীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।



আহতরা হলেন-ওই বাড়ির মুকবল আহমদের ছেলে ও বীজবাগ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিম উদ্দিন চৌধুরী (৪৬), তার স্ত্রী মুন্নী বেগম (৩৫), শ্যালিকা পম্পী আক্তার (৩০), মেয়ে তানিশা আক্তার (১২), মনিশা আক্তার (১৮) এবং ছেলে মাহিমসহ (১৩) ছয়জন।

স্থানীয়রা বাংলানিউজকে জানায়, বুধবার আজিম চৌধুরীর ছোট মেয়ে তানিশার জন্মদিন উপলক্ষে বাড়িতে পার্টির আয়োজন করা হয়। রাত সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের একদল মুখোশধারী ডাকাত তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে।

এ সময় তাদের বাধা দিতে গেলে ডাকাতদল আজিম চৌধুরীকে এলোপাতাড়ি কুপিয়ে ও অন্যদের পিটিয়ে জখম করে। পরে ডাকাতরা ঘর থেকে নগদ সাত লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।